হঠাৎ কোনো একদিন আসবে চিঠি
যোগ দিতে হবে মহাকালের যাত্রায়
অন্ধকারে।
আলো-ছায়ার এই মায়ায় পেয়েছি অনেক
হেমন্তের শীতল আবেশ, ভোরের শিশির,
চড়ুইদের সরব মেঠোপথ, শেফালির সুভাষ।
ধরণী তোমায় দিলাম কেবল একবুক দীর্ঘনিশ্বাস।
ক্ষমো এ দীনতা আমার জীবনের পর,
এই শেষ আবেদন।
০৩/১২/২০১৯
যোগ দিতে হবে মহাকালের যাত্রায়
অন্ধকারে।
আলো-ছায়ার এই মায়ায় পেয়েছি অনেক
হেমন্তের শীতল আবেশ, ভোরের শিশির,
চড়ুইদের সরব মেঠোপথ, শেফালির সুভাষ।
ধরণী তোমায় দিলাম কেবল একবুক দীর্ঘনিশ্বাস।
ক্ষমো এ দীনতা আমার জীবনের পর,
এই শেষ আবেদন।
০৩/১২/২০১৯
No comments:
Post a Comment