Friday, December 1, 2017

ভাবনাগুলো

ভাবতে গেলে অজস্র
বলতে গেলে শুন্য।
কথায় হারায় অনেক কথা
ভাবনায় হারায় হাজার ভাবনা!!
পথ হারায় হাজারো পথে
তবু শেষ হয় না পথচলা। 
-- প্রসেনজিৎ

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...