একটা কথা বলার ছিল বন্ধু,
যা বলা হয় নি কোনোদিন-
মনের মধ্যেই ঘোরপাক খায় প্রতিদিন।
লাঠিমের মতন -
ঘূর্ণয়মান জিনিস যদি ঘোরপাক না খায়,
তবে সেটা আর ভারসাম্য রাখতে পারে না।
ঘূর্ণন বন্ধ হলেই তা ভারসাম্য হারায়।
তেমনি বন্ধু,
ঘূর্ণয়মান কোন এক বস্তুর মতন-
ঘুরতে ঘুরতে মনের মাঝে বাড়ায় কেবল তার পরিধি;
বুকের মাঝে তৈরী করে এক প্রচন্ড ঘূর্ণিঝড়
ধুমড়ে মুচড়ে বিধ্বস্ত করে প্রতিদিন হৃদ পাঁজর।
বন্ধু,
আজ দরিদ্র মোর হৃদয়; চূর্ণ-বিচূর্ণ, তৃষ্ণার্ত।
লাঠিম নিজের প্রকাশ করে না বন্ধু,
ঘুরে ঘুরে তার ভারসাম্য রাখে,
সে কথাটি বুঝি তাই মনের মাঝেই ঘোরপাক খায়।
কোনো ধ্বনিতে উচ্চারিত হয় না, শব্দের আকার নেয় না।
ভারসাম্য হারায় যদি!
ভারসাম্য বজায় রাখাটাই বড়কথা ;
ভাব প্রকাশ নয়। বন্ধু
তাই প্রতিদিন বলে যাই,একটা কথা বলার ছিল বন্ধু!
যা বলা হয় নি কোনোদিন-
মনের মধ্যেই ঘোরপাক খায় প্রতিদিন।
লাঠিমের মতন -
ঘূর্ণয়মান জিনিস যদি ঘোরপাক না খায়,
তবে সেটা আর ভারসাম্য রাখতে পারে না।
ঘূর্ণন বন্ধ হলেই তা ভারসাম্য হারায়।
তেমনি বন্ধু,
ঘূর্ণয়মান কোন এক বস্তুর মতন-
ঘুরতে ঘুরতে মনের মাঝে বাড়ায় কেবল তার পরিধি;
বুকের মাঝে তৈরী করে এক প্রচন্ড ঘূর্ণিঝড়
ধুমড়ে মুচড়ে বিধ্বস্ত করে প্রতিদিন হৃদ পাঁজর।
বন্ধু,
আজ দরিদ্র মোর হৃদয়; চূর্ণ-বিচূর্ণ, তৃষ্ণার্ত।
লাঠিম নিজের প্রকাশ করে না বন্ধু,
ঘুরে ঘুরে তার ভারসাম্য রাখে,
সে কথাটি বুঝি তাই মনের মাঝেই ঘোরপাক খায়।
কোনো ধ্বনিতে উচ্চারিত হয় না, শব্দের আকার নেয় না।
ভারসাম্য হারায় যদি!
ভারসাম্য বজায় রাখাটাই বড়কথা ;
ভাব প্রকাশ নয়। বন্ধু
তাই প্রতিদিন বলে যাই,একটা কথা বলার ছিল বন্ধু!
No comments:
Post a Comment