সময়টা বেশ যাচ্ছে ভালো,শুধু
সময়ের সাথে জড়িত অনুভূতি সব অবর্ণনীয়।
সময়ের সাথে জড়িত অনুভূতি সব অবর্ণনীয়।
মানুষগুলো সব পরচর্চায় লিপ্ত,
নিজের হাজার মন্দকে হাঁড়িচাপা দিতে জানে;
কেবল গুনিয়া সেই ক্ষনগুলো সব-
করিল কাহার কী সহকার আর উপকার,
বাদবাকি সব মনে রাখিলে কী আর
জীবন চাকা চলে!
তাই ততটুকুই মনে রাখিতে হয় - যতটুকু হইলে
চাকাখানা ঘুরে, পরচর্চার গাড়ী চলে।
নিজের হাজার মন্দকে হাঁড়িচাপা দিতে জানে;
কেবল গুনিয়া সেই ক্ষনগুলো সব-
করিল কাহার কী সহকার আর উপকার,
বাদবাকি সব মনে রাখিলে কী আর
জীবন চাকা চলে!
তাই ততটুকুই মনে রাখিতে হয় - যতটুকু হইলে
চাকাখানা ঘুরে, পরচর্চার গাড়ী চলে।
ফেলে আসা ঘড়ির কাঁটার -
লক্ষ- হাজার- কোটি ঘণ্টা, মিনিট, সেকেন্ড সময়
হাসি- খুশি, সুখ-আনন্দ, দুঃখ নানান রঙের অনুভূতি সব একে একে জমা হয়,
মনের মাঝে কেবল বাষ্প হয়- হয়েছিল যা মনের মত নয়।
ঘড়ির কাঁটা থেমে না রয়, অনুভূতিটা থেমে রয়,
সব কী আর মনে রয়!
বিষাদটাতেই কেবল বাতাস বয়। (তাইতো আমরা হিংসায় মত্ত হই)।
লক্ষ- হাজার- কোটি ঘণ্টা, মিনিট, সেকেন্ড সময়
হাসি- খুশি, সুখ-আনন্দ, দুঃখ নানান রঙের অনুভূতি সব একে একে জমা হয়,
মনের মাঝে কেবল বাষ্প হয়- হয়েছিল যা মনের মত নয়।
ঘড়ির কাঁটা থেমে না রয়, অনুভূতিটা থেমে রয়,
সব কী আর মনে রয়!
বিষাদটাতেই কেবল বাতাস বয়। (তাইতো আমরা হিংসায় মত্ত হই)।
রাখলে মনে রয় হয়তোবা, তবে সে রাখার জন্যও যে, এক বিশেষ জিনিস থাকা চাই - ঘড়ির মতই।
যেটা টিকটিক করে অবিরত চলছে ব্যাটারি ছাড়াই।
সেখানে কী কান পাতি কখনো আমরা, শুনি কী ওখানে কে হাসছে, কে কাঁদছে!
যেটা টিকটিক করে অবিরত চলছে ব্যাটারি ছাড়াই।
সেখানে কী কান পাতি কখনো আমরা, শুনি কী ওখানে কে হাসছে, কে কাঁদছে!
No comments:
Post a Comment