নীতিবোধ বিবর্জিত মানুষ গুলো উন্মত্ত চারিদিকে, স্বার্থ তাদের করেছে ঘন অন্ধকার, বিবেক দিয়েছে ওরা মাটিচাপা, নিজের হাতটুকু যায় না দেখা, এমন আঁধারে আজ ওদের চলাফেরা, এক প্রচন্ড হিংসায় ক্ষীণ করছে আলোর শেষ সম্ভাবনা, এক অন্ধকার গহ্বরে করছে প্রবেশ প্রতিদিন প্রতিক্ষণ, অসুস্থ মস্তিষ্কের উন্মত্ততায় অসহায় সামান্য আলোর সম্ভাবনাও ওখানে উঁকি দেওয়ার সুযোগ হারায়ে লজ্জায় গুমরে কাঁদে আর কাঁদে।।
Sunday, April 22, 2018
নীতিবোধ বিবর্জিত মানুষ গুলো উন্মত্ত চারিদিকে, স্বার্থ তাদের করেছে ঘন অন্ধকার, বিবেক দিয়েছে ওরা মাটিচাপা, নিজের হাতটুকু যায় না দেখা, এমন আঁধারে আজ ওদের চলাফেরা, এক প্রচন্ড হিংসায় ক্ষীণ করছে আলোর শেষ সম্ভাবনা, এক অন্ধকার গহ্বরে করছে প্রবেশ প্রতিদিন প্রতিক্ষণ, অসুস্থ মস্তিষ্কের উন্মত্ততায় অসহায় সামান্য আলোর সম্ভাবনাও ওখানে উঁকি দেওয়ার সুযোগ হারায়ে লজ্জায় গুমরে কাঁদে আর কাঁদে।।
Subscribe to:
Post Comments (Atom)
Author Choice
আমি একটা অন্ধকারের ছবি আকঁবো
আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...
No comments:
Post a Comment