Monday, October 29, 2018

এক পলক সবুজের তৃষা

 


শুষ্ক, নিস্তব্ধ, শুন্য,বিদীর্ণ
হাহাকার সমস্ত দৃষ্টি পানে,
শুষ্ক পাতাদের মড়মড় ধ্বনি-
হেঁটে যায় একজোড়া অতৃপ্ত পা-
একজোড়া অতন্দ্রা স্বপ্ন,
ক্লান্ত-শ্রান্ত, চূর্ণ-বিচুর্ণ, শুষ্ক হৃদয়-
পারে না দিতে দান এক ফোঁটা জলও
তবু বুকে অনন্তকাল ধরে জেগে থাকে
এক পলক সবুজের তৃষা।

ছাতকের আহবান হয় নিষ্ফল
বক্ষ মাঝে দীর্ঘায়ু প্রাপ্ত হয় কেবলই-
হাহাকার আর হাহাকার-  শুষ্ক, নিদারুণ, নিস্তব্ধ;
হাহাকারের আর্তনাদ বুকে,
অপলক চেয়ে আছে-
একটি নিরস শুষ্ক মরু-প্রান্তর,
সজীবতার অপেক্ষায়...


২৭/১০/১৮

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...