Sunday, December 31, 2017

শুন্য বৃত্ত
















শুন্য বৃত্ত
প্রসেনজিৎ দত্ত

গানের পরে বাজে গান।
         কোনো গানই ছুতে পায় না মন।
কথার ছন্দে, সুরের আনন্দে-
                চিত্ত আমার দোলে না আর!
                   প্রাণে জাগে না আলোড়ন,
                                   কিংবা শিহরণ।

গ্রীষ্মের দুপুরে যেমনি-
        পাখির গানে প্রকৃতির মাঝে নামে-
                      নিস্তব্ধ নিদারুণ নীরবতা,
                                        অপার দূরত্ব।
মন আজ আমার তেমনি-
             এক নিঃসংগ বাতায়নে দাঁড়িয়ে,
                     চেয়ে আছে কাজল কালো-
                                         দিগন্ত পানে।
মন আমার অকারণেই হয়-
                            উদাসী, শত কারণেও
তার মাঝে আসে না- চঞ্চলতা, উচ্ছলতা।

মন আজ অনুরক্ত - বিরক্ত,
           কোনো রাগেই সে করিতে না পায়-
                                         নিজেকে ব্যক্ত!
                               অপার শুন্য এই বৃত্ত।

মন আজ একাকী-
             একাকীত্বের মাঝে লুকোতে চায়।
একাকী পৌষের কোনো কুয়াশাঘন-
                 প্রাতে যেভাবে মেঁটো পথ ধরে -
                        হেটে চলে নিস্তব্ধ নীরবতা।

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...