Wednesday, July 11, 2018

পাখি





পাখি তোমার উড়ো উড়ো মন
ডালে ডালে করো ভ্রমণ,
কোন ডালেতে বাঁধো তোমার ঘর?
পাখি, আমার থরথর ঘর
করিলে তুমি পর, রহিলে না দু-প্রহর।
বিষাদ - কালো গগন আমার
দুঃখ গড়ায় স্রোতস্বিনী ধারায়,
সিন্ধু আমার বড়ই আপন।
তুমি না হয় রইলে অরণ্য ছায়ায়,
বাঁধলে তোমার সোহাগের ঘর।

সম্মান







কেউ যখন কাউকে সম্মান করে তখন সম্মানিত ব্যক্তি এই ভাবেন যে,এই সম্মান উনার প্রাপ্য।
এতোটুকু পযন্ত কোনো সমস্যা নাই।
কিন্তু সম্মান দেওয়ার বিপরীতে সে যদি বারবার অপমানিত হয়ে
সম্মান করা বন্ধ করে দেয়, তখন সেটা কেনো সম্মানিত ব্যক্তির প্রাপ্য বলে মনে হয় না।
আসলে আমরা নিজেরাই নিজেদের অপমান করতে পছন্দ করি।
সম্মান করে দেখুন, আশা করতে হবে না।এমনি পকেটে চলে আসবে।


September 29, 2015

ফাঁকি







জীবন চলার পথে কতকিছু ঘটে যায় !
কত সম্পর্ক জুড়ে যায়,
আর কত সম্পর্ক উড়ে যায়,
তবুও জীবন চলে যায় তার আপন মোহনায়, সবকিছুই পড়ে রয় পিছন পানে,
শুধু কিছু স্মৃতি থেকে যায় মনে।
অম্লতা আর বিষণ্ণতার স্মৃতিগুলোই বোধ হয় মনকে করে ফেলে অন্ধকারাচ্ছন্ন অতি। তাই মাঝে মাঝে যখন বলি- চল মন করে ফেলি আপোষ আজই, তবু এই শর্তে শত চেষ্টা করেও মনকে করানো যায় না রাজী। মন তখন বলতে থাকে-
একতরফা যা কিছুই করবি,
তার সবই হবে ফাঁকি।



November 23, 2015

অরণ্যে রোদন



দুঃখ শেয়ার করার জন্য কারো
কাছে যাওয়ার প্রয়োজন নেই,
নীরবে নদীর তীরে বসে নদীর
কাছেও দুঃখ শেয়ার করা যায়,
দুঃখ শ্রোতা নদী বয়ে চলছে...
মানুষের দুঃখ স্রোতে।

ন্যায় চাওয়ার জন্য কোথাও
ধরনা দেওয়ার প্রয়োজন নেই,
উন্মুক্ত আকাশের দিকে তাকিয়েও
ন্যায় চাওয়া যায়।
আকাশের দৃষ্টিতে সকলই সমান।
তবু অরণ্যে রোদন করার দরকার নেই।
সমাজ কেবল অর্থের রোদন শুনে।

December 18, 2015





আমার একটা একান্ত নিজস্ব মাপকাঠি আছে, যার মাধ্যমে আমি আমার দৈনন্দিন কার্য্যাবলী সম্পাদন করি,,।
তাই আমার কাজ- কর্মকে আপনার মাপকাঠিতে মেপে কী লাভ?
আমি যা দেখি, তুমি কি তা দেখো,,,,?
আমি যা ভাবি, তুমি কি তা ভাবতে পারো,?

September 17, 2016




কঠিন অবস্থা বা দুঃসময় বলতে কিছু নাই!!! পার্থক্য শুধু মুখে হাসি ধরে রাখতে পারা আর না পারা। এই ধরে রাখা না রাখার উপর অবস্থার অবস্থান।
হাসতে চাওয়া আর হাসাতে চাওয়া।
হাসাতে না চাওয়া মানেই হাসতে না চাওয়া। আর হাসতে না পারাই কঠিন অবস্থা।

August 1, 2016



কারো বেলা হলো শেষ, কিন্তু খেলা হলো না শেষ।
আবার, কারো খেলা শেষ, কিন্তু বেলা হয় না শেষ।
আমায় ভাবাচ্ছে তা বেশ,আমার হবে কোন অবশেষ?

March 9, 2016 

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...