Wednesday, July 11, 2018

সম্মান







কেউ যখন কাউকে সম্মান করে তখন সম্মানিত ব্যক্তি এই ভাবেন যে,এই সম্মান উনার প্রাপ্য।
এতোটুকু পযন্ত কোনো সমস্যা নাই।
কিন্তু সম্মান দেওয়ার বিপরীতে সে যদি বারবার অপমানিত হয়ে
সম্মান করা বন্ধ করে দেয়, তখন সেটা কেনো সম্মানিত ব্যক্তির প্রাপ্য বলে মনে হয় না।
আসলে আমরা নিজেরাই নিজেদের অপমান করতে পছন্দ করি।
সম্মান করে দেখুন, আশা করতে হবে না।এমনি পকেটে চলে আসবে।


September 29, 2015

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...