Wednesday, July 11, 2018

পাখি





পাখি তোমার উড়ো উড়ো মন
ডালে ডালে করো ভ্রমণ,
কোন ডালেতে বাঁধো তোমার ঘর?
পাখি, আমার থরথর ঘর
করিলে তুমি পর, রহিলে না দু-প্রহর।
বিষাদ - কালো গগন আমার
দুঃখ গড়ায় স্রোতস্বিনী ধারায়,
সিন্ধু আমার বড়ই আপন।
তুমি না হয় রইলে অরণ্য ছায়ায়,
বাঁধলে তোমার সোহাগের ঘর।

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...