Wednesday, July 11, 2018

অরণ্যে রোদন



দুঃখ শেয়ার করার জন্য কারো
কাছে যাওয়ার প্রয়োজন নেই,
নীরবে নদীর তীরে বসে নদীর
কাছেও দুঃখ শেয়ার করা যায়,
দুঃখ শ্রোতা নদী বয়ে চলছে...
মানুষের দুঃখ স্রোতে।

ন্যায় চাওয়ার জন্য কোথাও
ধরনা দেওয়ার প্রয়োজন নেই,
উন্মুক্ত আকাশের দিকে তাকিয়েও
ন্যায় চাওয়া যায়।
আকাশের দৃষ্টিতে সকলই সমান।
তবু অরণ্যে রোদন করার দরকার নেই।
সমাজ কেবল অর্থের রোদন শুনে।

December 18, 2015

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...