দুঃখ শেয়ার করার জন্য কারো
কাছে যাওয়ার প্রয়োজন নেই,
নীরবে নদীর তীরে বসে নদীর
কাছেও দুঃখ শেয়ার করা যায়,
দুঃখ শ্রোতা নদী বয়ে চলছে...
মানুষের দুঃখ স্রোতে।
ন্যায় চাওয়ার জন্য কোথাও
ধরনা দেওয়ার প্রয়োজন নেই,
উন্মুক্ত আকাশের দিকে তাকিয়েও
ন্যায় চাওয়া যায়।
আকাশের দৃষ্টিতে সকলই সমান।
তবু অরণ্যে রোদন করার দরকার নেই।
সমাজ কেবল অর্থের রোদন শুনে।
No comments:
Post a Comment