
এ ভরা জোছনায়
ল্যাম্পপোষ্ট গুলো বড্ড বেমানান দাঁড়িয়ে..
কর্তব্য পালনে,
জেনেছে জগৎ এর স্বার্থপর পরিচয়।
জীবনে তাদের আজ ভরা জোছনায়-
কখনো আসে যদি অমাবস্যা কভু,
বিজ্ঞাপন জানায় - কৃপণ হতে সে শিখে নি তবু।
২৪/১০/১৮
কখনো আসে যদি অমাবস্যা কভু,
বিজ্ঞাপন জানায় - কৃপণ হতে সে শিখে নি তবু।
২৪/১০/১৮