Tuesday, June 26, 2018

প্রজেক্টর নয় আয়নাটা ব্যবহার করি





শুনেছো ভাই,
অমুখ মশাই সেদিন আয়োজন করলেন,
আমদের বললেন না,,,,!
              সেটা ঠিক হলো না বটে,
              তুমি তো আর ছিলে না পর।
আচ্ছা,
তমুখ মশাই যে,
সেদিন যমরাজের সাক্ষাৎ দিয়ে এসেছিলেন,,,
তার কী খবর রেখেছো......?


--প্রজেক্টর নয় আয়নাটা ব্যবহার করি--

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...