Friday, December 1, 2017

অনুভব



চোখ বুজে হাজার বার হাজার 'না পাওয়ার হিসাব' নয়,
একবার ভিতর থেকে একটি 'পাওয়ার' হিসাবটা কষো,
কষ্ট বলতে কোন শব্দ পাবে না খুঁজে!
সন্তুষ্টি থেকেই হাজার সন্তুষ্টি আসে।
এক অসন্তোষ থেকে হাজার অসন্তুষ্টি প্রাপ্ত হয়।
অসন্তোষে কেবল অসন্তোষ হাসে।

-- প্রসেনজিৎ

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...