কেনো জানি হঠাৎ করেই
হৃদয়ে এক নিদারুণ হাহাকার অনুভব হয়, মনে হয় কী জানি এক অমূল্য কিছু আমি ফেলে এসেছি সময়ের পথে, আনমনে অগোচরে ব্যর্থ ব্যস্ততার কোলাহলে।
মনে হয়, আমি আর কখনোই ঐ অমূল্য জিনিসটি পাবো না, কিন্তু আজন্ম ঐ জিনিসটার অপেক্ষায়ই বসেছিলাম।
জানি না কী সে অমূল্য জিনিস,
যা আমাকে এতটা উদাস করে রাখে,
হৃদয়ে এক বিশাল শূন্যতা তৈরী করে রাখে।
মনে হয় যেনো এই বিশাল জন সমুদ্রের মাঝে আমি নিদারুন একা, নিঃসঙ্গ এক আঁধারের যাত্রী,
স্থির, নিস্তব্ধ, নিষ্প্রাণ দাঁড়িয়ে আছি।
চাঁদের ঝলমল করা জোছনা উপেক্ষা করতে পারলেও আমি শত চেষ্টা করেও অমাবস্যার অন্ধকার উপেক্ষা করতে পারি না,
ঐ অন্ধকার যেনো আমাকে নীরবে ডাকে
আঁধারের স্পর্শে আমি এক বিশাল হাহাকার অনুভব করি।
কী সে হাহাকার....
আমি জানি না।
সত্যি আমি জানি না,
কী সে হাহাকার...
২৭/১১/২০১৯
হৃদয়ে এক নিদারুণ হাহাকার অনুভব হয়, মনে হয় কী জানি এক অমূল্য কিছু আমি ফেলে এসেছি সময়ের পথে, আনমনে অগোচরে ব্যর্থ ব্যস্ততার কোলাহলে।
মনে হয়, আমি আর কখনোই ঐ অমূল্য জিনিসটি পাবো না, কিন্তু আজন্ম ঐ জিনিসটার অপেক্ষায়ই বসেছিলাম।
জানি না কী সে অমূল্য জিনিস,
যা আমাকে এতটা উদাস করে রাখে,
হৃদয়ে এক বিশাল শূন্যতা তৈরী করে রাখে।
মনে হয় যেনো এই বিশাল জন সমুদ্রের মাঝে আমি নিদারুন একা, নিঃসঙ্গ এক আঁধারের যাত্রী,
স্থির, নিস্তব্ধ, নিষ্প্রাণ দাঁড়িয়ে আছি।
চাঁদের ঝলমল করা জোছনা উপেক্ষা করতে পারলেও আমি শত চেষ্টা করেও অমাবস্যার অন্ধকার উপেক্ষা করতে পারি না,
ঐ অন্ধকার যেনো আমাকে নীরবে ডাকে
আঁধারের স্পর্শে আমি এক বিশাল হাহাকার অনুভব করি।
কী সে হাহাকার....
আমি জানি না।
সত্যি আমি জানি না,
কী সে হাহাকার...
২৭/১১/২০১৯
No comments:
Post a Comment