কেবল একটা তারা জ্বলে থাকে
আমার সমস্ত মহাশুণ্য জুড়ে।
দৃষ্টি আমার ক্ষীণ হয়
দূর বহুদূর আলোর ঝলকানি
তবু অপলক চেয়ে থাকি
ভুলে যাই দূরত্ব অপার।
২৪/০১/১৯
আমার সমস্ত মহাশুণ্য জুড়ে।
দৃষ্টি আমার ক্ষীণ হয়
দূর বহুদূর আলোর ঝলকানি
তবু অপলক চেয়ে থাকি
ভুলে যাই দূরত্ব অপার।
২৪/০১/১৯
No comments:
Post a Comment