আমি একটি গাছ রোপন করব,
কোনো এক বিরান পথ ধরে নদীর তীর ঘেষে
একটি শিমুল গাছ।
চৈত্রের খা-খা উদাস দুপুরে হেঁটে যাবো-সে বিরান পথ ধরে ক্লান্ত কায়ে এক দন্ড অবসর নেবো সেই শিমুলের তলে।
ধীর ধীরে বয়ে যাবে নদী,
হাটু জলের নিবিড় কলতানে,
রুক্ষ শুষ্ক শিমুলের কাটাগাঁয়ে
গাঁ হেলিয়ে বসবো খানিকক্ষণ।
চৈত্রের রৌদ্রমূর্তি উপেক্ষা করে,
শিমুলের ডালে ডালে আভরিত
ভালোবাসার রঙ ঝরে ঝরে পড়বে
আমার চারিদিকে।
মৃদু হাওয়ায় যখন শরীর ঝিমিয়ে আসবে,
নদীর কলতান বাজবে কানে
কাকগুলো গাইবে তখন
অগোচরে ফেলে আসা কোনো এক
অবহেলিত বর্ষের গান।
১৮/১১/২০১৯
কোনো এক বিরান পথ ধরে নদীর তীর ঘেষে
একটি শিমুল গাছ।
চৈত্রের খা-খা উদাস দুপুরে হেঁটে যাবো-সে বিরান পথ ধরে ক্লান্ত কায়ে এক দন্ড অবসর নেবো সেই শিমুলের তলে।
ধীর ধীরে বয়ে যাবে নদী,
হাটু জলের নিবিড় কলতানে,
রুক্ষ শুষ্ক শিমুলের কাটাগাঁয়ে
গাঁ হেলিয়ে বসবো খানিকক্ষণ।
চৈত্রের রৌদ্রমূর্তি উপেক্ষা করে,
শিমুলের ডালে ডালে আভরিত
ভালোবাসার রঙ ঝরে ঝরে পড়বে
আমার চারিদিকে।
মৃদু হাওয়ায় যখন শরীর ঝিমিয়ে আসবে,
নদীর কলতান বাজবে কানে
কাকগুলো গাইবে তখন
অগোচরে ফেলে আসা কোনো এক
অবহেলিত বর্ষের গান।
১৮/১১/২০১৯
No comments:
Post a Comment