Wednesday, December 25, 2019

একাকী আমি

আকাশের সমস্ত আবেগ
আজ ঝরে ঝরে পড়ছে বৃষ্টিধারায়
মন চায় সব ছেড়ে দিয়ে খোলা আকাশের নিচে
গিয়ে আকাশের সাথে একাত্মা হই,
বুকের ভেতর জমে থাকা পাথরকে
একবার স্নাত করি।
বৃষ্টির জলে ভরে যাওয়া নদীধারায়
রাখি আমারও দু'ফোটা অবদান।

১০/০৭/২০১৯

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...