ভোরের আলোয় পাখিরাই করুক গান,
শিশিরে ভেজা সবুজ ঘাস ভোরের জন্যই থাক।
আমি আঁধারের মাঝেই নিবো খুঁজে আমার স্থান,
যে নিঝুম রাতে বাতাস হবে ক্লান্ত, বন্ধ থাকবে ঝিঁঝিঁ পোকাদের গান।
শুধু নির্বাক তারারা জেগে থাকবে অপলক,
অসীম শুন্য থেকে করবে নিস্ফল কথোপকথন।
সে নিঝুম রাতে বিলিয়ে দিবো আঁধারের মাঝেই আমার আলো থেকে সঞ্চিত সব হাহাকার৷৷
সকল ব্যকুলতা সমর্পণ করবো আঁধারের ছাদরে।
১২/০৮/২০১৯
শিশিরে ভেজা সবুজ ঘাস ভোরের জন্যই থাক।
আমি আঁধারের মাঝেই নিবো খুঁজে আমার স্থান,
যে নিঝুম রাতে বাতাস হবে ক্লান্ত, বন্ধ থাকবে ঝিঁঝিঁ পোকাদের গান।
শুধু নির্বাক তারারা জেগে থাকবে অপলক,
অসীম শুন্য থেকে করবে নিস্ফল কথোপকথন।
সে নিঝুম রাতে বিলিয়ে দিবো আঁধারের মাঝেই আমার আলো থেকে সঞ্চিত সব হাহাকার৷৷
সকল ব্যকুলতা সমর্পণ করবো আঁধারের ছাদরে।
১২/০৮/২০১৯