Thursday, February 20, 2020

তোমায় ভেবে



রাত্রি অন্ধকারে দেখি অপলক
তোমার ঐ মিষ্টি হাসি, ঐ মিষ্টি মুখ।
আমার সমস্ত রাত গেছে চুরি
তোমার আশেপাশে কল্পনায় ঘুরি।
হৃদ মাঝারে কি-জানি -কি অনুভব হয়
কম্পন না-কি শিহরণ!!
বুঝি না আমি।
ভয় হয় তাই প্রার্থনা করি ফিরায়ো না তুমি
আমি বড্ড ভালোবাসি।

১০/০২/২০২০

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...