Thursday, February 20, 2020

একাকী আমি


পাতায় পাতায় কুয়াশার ফোঁটায়
রাত গভীর হয়ে নামছে সমস্ত উঠান জুড়ে
দারুন নিস্তব্ধতার আয়োজন। 
সিগারেটের ধোঁয়া য্যানো সে আয়োজনে
মিশে একাকার হতে চায়।।

একাকী আমি


তোমাদের শহর হতে আজ কত দূরে
য্যানো নির্বাসনে বিচ্ছিন্ন কোন এক দ্বীপে ।
অথচ ক'দিন আগেও এই শহরের
প্রতিটি কোলাহলে ছিল সরব উপস্থিতি,
অবান্তর আলোচনা।

তোমায় ভেবে



রাত্রি অন্ধকারে দেখি অপলক
তোমার ঐ মিষ্টি হাসি, ঐ মিষ্টি মুখ।
আমার সমস্ত রাত গেছে চুরি
তোমার আশেপাশে কল্পনায় ঘুরি।
হৃদ মাঝারে কি-জানি -কি অনুভব হয়
কম্পন না-কি শিহরণ!!
বুঝি না আমি।
ভয় হয় তাই প্রার্থনা করি ফিরায়ো না তুমি
আমি বড্ড ভালোবাসি।

১০/০২/২০২০

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...