ব্যক্তি যেখানে স্বয়ং নিজেরই সকল আশা পূরন করতে অক্ষম,
সেখানে সে অন্যের আশা পূরণ করতে পারবে, এই আশা কীভাবে করা যায়!
অবাক ব্যাপার হলো-
যখন ব্যক্তি নিজের কোনো আশা পূরণে ব্যর্থ হয় তখন সে কপালের দোষ দিয়ে, সেই অপূর্ণতা থেকে নিজেকে মুক্ত করে।
কিন্তু যখন অন্যের কাছ থেকে করা কোনো এক আশার -প্রাপ্তি ঘটে না,
তখন সে আর তার কপালকে দায়ী করে না!
তখন সে অন্য কিছু ভাবে।
তখন সে সম্পর্ক টাকে অন্য দিকে মোড় দিয়ে দেয়।
এভাবেই চলে আসছে সম্পর্কগুলোর গতি-প্রকৃতি।
Jan,26,18
No comments:
Post a Comment