Sunday, December 31, 2017

শুন্য বৃত্ত
















শুন্য বৃত্ত
প্রসেনজিৎ দত্ত

গানের পরে বাজে গান।
         কোনো গানই ছুতে পায় না মন।
কথার ছন্দে, সুরের আনন্দে-
                চিত্ত আমার দোলে না আর!
                   প্রাণে জাগে না আলোড়ন,
                                   কিংবা শিহরণ।

গ্রীষ্মের দুপুরে যেমনি-
        পাখির গানে প্রকৃতির মাঝে নামে-
                      নিস্তব্ধ নিদারুণ নীরবতা,
                                        অপার দূরত্ব।
মন আজ আমার তেমনি-
             এক নিঃসংগ বাতায়নে দাঁড়িয়ে,
                     চেয়ে আছে কাজল কালো-
                                         দিগন্ত পানে।
মন আমার অকারণেই হয়-
                            উদাসী, শত কারণেও
তার মাঝে আসে না- চঞ্চলতা, উচ্ছলতা।

মন আজ অনুরক্ত - বিরক্ত,
           কোনো রাগেই সে করিতে না পায়-
                                         নিজেকে ব্যক্ত!
                               অপার শুন্য এই বৃত্ত।

মন আজ একাকী-
             একাকীত্বের মাঝে লুকোতে চায়।
একাকী পৌষের কোনো কুয়াশাঘন-
                 প্রাতে যেভাবে মেঁটো পথ ধরে -
                        হেটে চলে নিস্তব্ধ নীরবতা।

স্বপ্ন বিলাসী মন





স্বপ্ন বিলাসী মন
   প্রসেনজিৎ দত্ত

দিগন্ত ভেদ করিয়া পূব আকাশপানে-
             উঠিছে স্বপ্নের লাল দিবাকর,
পাখিরা যায় উড়িয়া ঐ জীবিকা-
             আহরণে,স্বপ্নের ডানা মেলে।
ছুটিছে সব হস্তে কাঁচি, কাঁধে লাঙল -
   আছে যার যেমন- স্বপ্ন বিলাসী মন।

স্বপ্ন বিলাসী এ মন, নয়ন জুড়ে -
          কত না স্বপন -স্বপ্নের আভরণে,
                          রচে আপনার ভুবন।

নেই সেথায় তপ্ত রৌদ্র দহন-
              বেদনার অতি সামান্য কারণ,
চির সুন্দর -অনাবিল প্রশান্ত সে ভুবন।

নীলাচল বিছায়ে দেয় সেথায়-
           স্বপ্নের নীলাম্বর, অবিরাম নির্মল-
দখিনা হাওয়ায় খেলে সেথায়-
                    শ্বেত হংস-স্বপ্নের শতদল।
স্বপ্ন আমার খেলা করে সেথায় -
                  সুন্দরের অপূর্ব এই মেলায়।

Friday, December 1, 2017

ভাবনাগুলো

ভাবতে গেলে অজস্র
বলতে গেলে শুন্য।
কথায় হারায় অনেক কথা
ভাবনায় হারায় হাজার ভাবনা!!
পথ হারায় হাজারো পথে
তবু শেষ হয় না পথচলা। 
-- প্রসেনজিৎ

স্বপ্ন আর জীবন



চারপাশে কত মানুষ ঘুরে!
মানুষ নয় স্বপ্ন উড়ে।
নানান রঙ্গের নানান স্বপ্ন।
-- প্রসেনজিৎ

অনুভব



চোখ বুজে হাজার বার হাজার 'না পাওয়ার হিসাব' নয়,
একবার ভিতর থেকে একটি 'পাওয়ার' হিসাবটা কষো,
কষ্ট বলতে কোন শব্দ পাবে না খুঁজে!
সন্তুষ্টি থেকেই হাজার সন্তুষ্টি আসে।
এক অসন্তোষ থেকে হাজার অসন্তুষ্টি প্রাপ্ত হয়।
অসন্তোষে কেবল অসন্তোষ হাসে।

-- প্রসেনজিৎ

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...