Friday, July 3, 2020

তোমায় ভেবে

গুনীজনরা বলেন- অভিলাষ ভালো তবে উচ্চাভিলাষ নয়। উচ্চাভিলাষে দুঃখ প্রাপ্তি ঘটে।

আমি বলি, তুচ্ছ সে জীবন যার অভিলাষের দুঃখ প্রাপ্তি না ঘটিলো। সারা জীবন শুধু ভোগ করে গেলো।

ভোগে নয়, আমি অনুভবে পেতে চাই।
এই আমার একমাত্র উচ্চাভিলাষ।

তুমি হয় এ হৃদয়ের অধিষ্ঠাত্রী হয়ে থাকো, নয়তো এই হৃদয়ের একমাত্র নির্মল দুঃখ হয়ে তুমিই থাকো।
প্রেমে থাকো নয় বিরহে থাকো।
আনন্দে থাকো নয় দুঃখে থাকো।
ভালোবেসে থাকো নয় ভালোবাসায় থাকো।
কিন্তু তুমিই থাকো, আমার অস্তিত্বে কেবল তুমিই থাকো।
এ জীবনের পুজা হয়ে থাকো।

এই আমার একমাত্র উচ্চাভিলাষ।
আমি বরাবরই উচ্চাভিলাষী।

-তোমায় ভেবে
০১/০৭/২০২০


একাকী আমি

মানুষ কিছু রেখে যেতে চায়,সেই রেখে যাওয়ার মধ্য দিয়ে মৃত্যুর পরেও মানুষ ভালোবাসার স্বাদ পেতে চায়।

০২/০৭/২০২০
বড়লেখা,সিলেট।

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...