Tuesday, October 30, 2018

ল্যাম্পপোষ্ট


Related image



এ ভরা জোছনায়
ল্যাম্পপোষ্ট গুলো বড্ড বেমানান দাঁড়িয়ে..
কর্তব্য পালনে,
জেনেছে জগৎ এর স্বার্থপর পরিচয়।
জীবনে তাদের আজ ভরা জোছনায়-
কখনো আসে যদি অমাবস্যা কভু,
বিজ্ঞাপন জানায় - কৃপণ হতে সে শিখে নি তবু।

২৪/১০/১৮

কৃত্রিম বেঁচে থাকা




প্রতিদিন শুধু কৃত্রিম
বেঁচে থাকা
নিজেকেই নিজে ধোকা দেয়া
কান্নার গলা টিপা
হাসির পায়ে ধরে বাঁচা।


২৭/১০/১৮

Monday, October 29, 2018

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

 



আমি একটা অন্ধকারের ছবি আকঁবো
নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি।

আলো - ছায়ার কোন ছবি নয়
আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে,
আমি একটা অন্ধকারের ছবি আঁকবো।
অন্ধকারে যে ছবি ভেসে ওঠে
তাতে কোনো কৃত্রিমতা থাকে না,
অন্ধাকারে ভেসে ওঠা ছবি
বিশুদ্ধ, নির্মল, সুন্দর, পবিত্র।

অন্ধকারে কোনো দুরত্ব থাকে না
দুরত্ব যা - তা কেবল আলো - ছায়ায়,
আমি একটা আপন ছবি আঁকবো।
অন্ধকার রাতে তারারা যতটা কাছে,
হাজার যোজন মাইল দূরে থেকেও যতটা আপন।

আমি একটা অন্ধকারের ছবি আঁকবো।
নিকষ  গাঢ় কালো অন্ধকারের ছবি।



27/10/18

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...