Monday, January 1, 2018

কল্প জগত আর স্বপ্ন জগত

December 18, 2016 · ----প্রসেনজিৎ


















কল্প জগত আর স্বপ্ন জগত,,,,!!!
অনেক দিন ধরে ভাবছি,,,,,,,,
আসলে দুটি কি পৃথক বিষয় না কি একি জিনিষ,,,,?
স্বপ্ন জগতে যা কল্পনা করা যায়,
তা হওয়ার একটা প্রবল ইচ্ছা,উদ্যম থাকে।
তৃপ্তি তখনই আসে যখন বাস্তবে ইচ্ছা/স্বপ্ন পূরণ হয়।
কিন্তু কল্পনা জগতে তা থাকে না। সেখানে বাস্তবতার অপূর্ণতাকে, পূর্ণতা দেওয়ার একটা তৃপ্তি কাজ করে।
স্বপ্ন আর ঘুমের সম্পর্ক বিপরীত, কিন্তু কল্পনা ঘুমকে রোমাঞ্চিত করে।
স্বপ্ন জগত মানুষকে দৌড়ায়, কিন্তু
কল্প জগত মানুষকে ভাবনার জগতে আনন্দ দেয়।

মানুষ জাত দুই ভাগে বিভক্ত,মনে হয়- ভাবনাও দুই ভাগে বিভক্ত স্বপ্ন আর কল্পনা

No comments:

Post a Comment

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...