Wednesday, December 25, 2019

একককী আমি

বেঁচে থাকার জন্য
প্রাণ প্রয়োজনীয় শর্ত মাত্র
পর্যাপ্ত শর্ত নয়।

২৫/০১/২০১৯

একাকী আমি

"জীবন আমাদের ইচ্ছাধীন নয়"...!

এই জীবন - মৃত্যু, আনন্দ কিংবা বেদনা কিছুই  নিজ ইচ্ছায় প্রাপ্ত নয়।
তাই এতো দীর্ঘশ্বাস!

১১/০২/২০১৯

একাকী আমি

জীবনকে ভেবেছিলাম -
যাপন করার মতো বিষয়, কিন্তু দেখছি
জীবনটা যাপন নয় অতিবাহিত করছি।

১২/০২/২০১৯

একাকী আমি

মানুষের অপ্রত্যাশিত আচরণ
এখন আর অবাক করে না..
দঃখ-কষ্ট, ব্যাথা যা-ই অনুভব হয় তা কখনই প্রতিক্রিয়া নয়।

আমি মানুষের ভাবনার স্বকীয়তায় বিশ্বাস করি।
আমি তেমনটাই, যেমনটা আমি আপনার ভাবনায় থাকি। এবং সেজন্যই আমি সকলের বন্ধু হতে পারে নি।

০৭/০৩/২০১৯
যোগ্যতার মানদন্ডে একদিন হয়ত ঠিকই দাঁড়িয়ে যাবো...
কিন্তু কী হবে তা দিয়ে???

বুকের মাঝে সেই তো শুন্যতা রয়ে যাবে।
প্রতিদিন মৃত্যু-যাপন।

১০/০৩/২০১৯
অন্ধরা বড্ড বেঁচে গেছে-
কারন তাদের মানুষের চেহারা দেখতে হয় না।

১০/০৩/২০১৯

একাকী আমি

কেবল একটা তারা জ্বলে থাকে
আমার সমস্ত মহাশুণ্য জুড়ে।
দৃষ্টি আমার ক্ষীণ হয়
দূর বহুদূর আলোর ঝলকানি
তবু অপলক চেয়ে থাকি
ভুলে যাই দূরত্ব অপার।

২৪/০১/১৯
ভুলে যায় মানুষ..
ভুলেই তো যায়...
ধীরে ধীরে কিংবা অকস্মাৎ

২০/০৮/২০১৯

একাকী আমি

আকাশের সমস্ত আবেগ
আজ ঝরে ঝরে পড়ছে বৃষ্টিধারায়
মন চায় সব ছেড়ে দিয়ে খোলা আকাশের নিচে
গিয়ে আকাশের সাথে একাত্মা হই,
বুকের ভেতর জমে থাকা পাথরকে
একবার স্নাত করি।
বৃষ্টির জলে ভরে যাওয়া নদীধারায়
রাখি আমারও দু'ফোটা অবদান।

১০/০৭/২০১৯

একাকী আমি

জানিনা,
কত ইচ্ছে জলাঞ্জলি দিলে পরে
পাথরের মতো বেঁচে থাকা যায়..

জানিনা,
সময় কতটা একাকীত্ব  আমার কাছে দাবি করে..
কতটুকু গুটিয়ে নিলে নিজেকে গোপন রাখা যায়..

জানিনা,
এই পথের গন্তব্য কতদূর...
এই রক্তক্ষরণ থামবে কখন...

জানিনা,
আমাকে নিয়ে সময়ের কি পরিকল্পনা..
এই রাত জাগা
আদৌ একদিন শেষ হবে কি-না..?

১৬/০৮/২০১৯

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...