Thursday, February 15, 2018




Nothing is Difficult, 

Everything is as ease as you think, 

Once anyone decide that it must have to done by himself 

and make Mindset it is an easy task ...

Then the task will going to the easy Directions. 

Task never has any definition ,

We Define the Task is it Easy or it is easy..

(there has no negativity) .....




    ----Inspired By Sandeep Maheshwari.


Tuesday, February 6, 2018

অনুভব





"আলোর ব্যবধানে ছায়ার দৈর্ঘ্যে পরিবর্তন ঘটে,বস্তুর নয়"

প্রসেনজিৎ দত্ত


Jan,16, 2018

Friday, January 26, 2018

সম্পর্কের গতি-ধারা



ব্যক্তি যেখানে স্বয়ং নিজেরই সকল আশা পূরন করতে অক্ষম, 
সেখানে সে অন্যের আশা পূরণ করতে পারবে, এই আশা কীভাবে করা যায়!
অবাক ব্যাপার হলো-
যখন ব্যক্তি নিজের কোনো আশা পূরণে ব্যর্থ হয় তখন সে কপালের দোষ দিয়ে, সেই অপূর্ণতা থেকে নিজেকে মুক্ত করে।
 কিন্তু যখন অন্যের কাছ থেকে করা কোনো এক আশার -প্রাপ্তি ঘটে না, 
তখন সে আর তার কপালকে দায়ী করে না!
 তখন সে অন্য কিছু ভাবে।
তখন সে সম্পর্ক টাকে অন্য দিকে মোড় দিয়ে দেয়।

এভাবেই চলে আসছে সম্পর্কগুলোর গতি-প্রকৃতি।

-প্রসেনজিৎ দত্ত
Jan,26,18




Tuesday, January 2, 2018

স্মৃতির পাতায়



দিন ফুরাইয়া গেলো হায়!
মন আর এগোতে না চায়,
কেবলই পিছন পানে তাকায়।
কেটেছে দিন-
কত সুখ-আনন্দ- বেদনায়,
তরুলতা ছায়।

আজ দিন ফুরাইয়া গেলো হায়!

উড়িয়াছি পাখা মেলে
মেঁটো পথ ধরে,
পাড়ায় থেকে পাড়ায়।
আজ দিন ফুরাইল তবে হায়!

গ্রীষ্মের দুপুরে,
আমাদের কে রাখে আটকে?
একদৌড়ে দিয়েছি ঝাঁপ নাইতে-
সে কত যে জলের খেলা,
জলের মাঝেই কাটত বেলা।

সে দিন আজ ফুরাল তবে হায়!

বাদলের দিনে
নাহি মানি মানা-
কুড়াইছি কত সুখ
আম্র তরুর পরে।
সে দিন ফুরাইল আজ হায়!

বরষা ধারায়,
আসিয়াছে বাণ, ডুবিয়াছে-
পথ - ঘাট, নদী- গ্রাম,
বৈটা হাতে, নৌকা বায়-
আমরা দূরন্তের দল,
কে লইত খবর-
কোথায় কত ঠাঁই?
আজ দিন ফুরাইল তবে হায়!

শরতের সকালে,
শিউলী ফুলের সুগন্ধে
কুড়াইয়াছি কত শুভ্র সুখ।
বিকেলের কাশবন আর
ধীরে চলা নদী কলকল।

সে দিন আজ ফুরাইল তবে হায়!

অগ্রানের  দিনে,
সোনাভরা ধানের ক্ষেতে-
কিষাণের নাই কাজের অবশেষ,
পিছুপিছু
আমাদের কী সে ছুটাছুটি -
কুয়াশা ঝড়া সোনার মাঝ দিয়ে,
আর বিকেল বেলায় ধানের মাঁড়ায়।

আজ সে দিন ফুরাইয়া গেলো হায়!
মন এগোতে না চায়-
কেবলই পিছন পানে তাকায়।
সেই দিন ফুরাইয়া গেলো হায়!

-প্রসেনজিৎ দত্ত
Dec,16,2017 

Monday, January 1, 2018

জানিতে ইচ্ছে হয়

 

 

 

 

 

 

জানিতে ইচ্ছে হয়

       প্রসেনজিৎ দত্ত
 
তোমার বাণীরে করিতে সম্মান-
তোমার ভাবনাতে করিতে নিজেকে বিলান-
জানো না তুমি হে কবি বর,
        হয়েছি আমি লাঞ্চিত, অপমানিত-
                                 ব্যথিত বার বার।
কী করে নামাবো মোর এই মরমের ভার?

তুমি দিয়েছিলে যে চিঠিপত্র-
    প্রতিটি অক্ষরে অক্ষরে করেছি লালন-
                                       হৃদয়ে, মননে,
                   পালন করেছি অবিরাম।

প্রদীপের শিখা হয়ে জ্বলেছি প্রাণপণ,
আঁধার ঘুচেছিল বটে এককাল,
তবে আলোর হয় নাই সমান!
আজ নিভে গেছে শিখা,
নাই জ্বলিবার শক্তি আর।

যতনে বাজিয়েছি বাঁশি-
অতি গোপনে, গভীর রাতে,
                    ঘুমিয়েছে সবাই-
তারারাও লুকিয়েছিলো সে রাত-
                       মেঘের আঁড়াল।

রাত্রি হয় অবসান-
    কেটে যায় অন্ধকার ছবি,
      আলোয় প্রকাশিত ধরণী,
                 পাখিরা গায় গান।
তবু মরমেই থেকে যায় -
                  মোর মরমের ভার।

আজ,
জানিতে ইচ্ছে হয়, ওগো আলোর কবি-
                 আঁধার কি ছুঁয়েছিলো তব মন,
                        কভু হয়েছিলো তব আপন?

আপোষ



 --প্রসেনজিৎ

জীবন চলার পথে কতকিছু ঘটে যায় !
কত সম্পর্ক জুড়ে যায়,
আর কত সম্পর্ক উড়ে যায়,
তবুও জীবন চলে যায় তার আপন মোহনায়,
সবকিছুই পড়ে রয় পিছন পানে,
শুধু কিছু স্মৃতি থেকে যায় মনে।
অম্লতা আর বিষণ্ণতার স্মৃতিগুলোই বোধ হয় -
মনকে করে ফেলে অন্ধকারাচ্ছন্ন অতি। 
তাই মাঝে মাঝে যখন বলি- 
চল মন করে ফেলি আপোষ আজই, 
তবু এই শর্তে ,শত চেষ্টা করেও মনকে -
করানো যায় না রাজী। 
মন তখন বলতে থাকে-
একতরফা যা কিছুই করবি,
তার সবই হবে ফাঁকি।


March 7, 2016 ·








আকাশ বিছিয়েছে তার স্বপ্নীল আঁচল,
সে আঁচল ছুঁয়ে খেলা করে রাশি রাশি জল।
শুধু উড়ে বেড়ায় ডানা মেলা চিল।।

Miss Understanding

April 24, 2016 ·
----প্রসেনজিৎ  











ভুল বুঝা আর ভুল করা দুয়ের মধ্যে পার্থক্য আছে। 
প্রথমটা হজম করা যায় না।

স্বপ্ন

September 17, 2016 ·



স্বপ্ন,
সব স্বপ্ন ধরতে পারলে,স্বপ্নের এতো কদর করতো কে,?
স্বপ্নের কদর বজায় রাখার জন্যই স্বপ্নকে মাঝে মাঝে অধরা হতে হয়।
হতাশায় না ডুবলে স্বপ্নই বা কে দেখতো,,,,?
হতাশা আছে বলেই স্বপ্ন পূরনের আশা জাগে।

কাজ


কাজ আপাত দৃষ্টিতে যার জন্যই করা হোক না কেনো, 
প্রকৃত অর্থে তা নিজের জন্যেই করা।
 আর উপকার! 
সেটা তো মানুষ তার স্বার্থ ছাড়া করে না। 
অতএব কাজ কখনো প্রতারনা করে না। 
সে আপনাকে তার ফলাফল প্রদান করবেই। 

-প্রসেনজিৎ দত্ত
September 29, 2015 

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...