Monday, October 29, 2018

এক পলক সবুজের তৃষা

 


শুষ্ক, নিস্তব্ধ, শুন্য,বিদীর্ণ
হাহাকার সমস্ত দৃষ্টি পানে,
শুষ্ক পাতাদের মড়মড় ধ্বনি-
হেঁটে যায় একজোড়া অতৃপ্ত পা-
একজোড়া অতন্দ্রা স্বপ্ন,
ক্লান্ত-শ্রান্ত, চূর্ণ-বিচুর্ণ, শুষ্ক হৃদয়-
পারে না দিতে দান এক ফোঁটা জলও
তবু বুকে অনন্তকাল ধরে জেগে থাকে
এক পলক সবুজের তৃষা।

ছাতকের আহবান হয় নিষ্ফল
বক্ষ মাঝে দীর্ঘায়ু প্রাপ্ত হয় কেবলই-
হাহাকার আর হাহাকার-  শুষ্ক, নিদারুণ, নিস্তব্ধ;
হাহাকারের আর্তনাদ বুকে,
অপলক চেয়ে আছে-
একটি নিরস শুষ্ক মরু-প্রান্তর,
সজীবতার অপেক্ষায়...


২৭/১০/১৮

Monday, July 23, 2018

একাকী আমি








মূল্যায়ন পায় শব্দ
অনুভুতিগুলোর কোনো শব্দ নেই, ধ্বনি, বর্ণ কিছু নেই,
তাই অনুভূতি সব অনুভবেই চূর্ণ হয়;
হৃদয় শুকিয়ে মরুভূমি হয়, দিকবিদিক হাহাকার তুলে নিস্তব্ধ, নিদারুণ।
মূল্যায়নের সে আশা বৃথা!

Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...