Wednesday, July 11, 2018
সম্মান
কেউ
যখন কাউকে সম্মান করে তখন সম্মানিত ব্যক্তি এই ভাবেন যে,এই সম্মান উনার
প্রাপ্য।
এতোটুকু পযন্ত কোনো সমস্যা নাই।
কিন্তু সম্মান দেওয়ার বিপরীতে সে যদি বারবার অপমানিত হয়ে
সম্মান করা বন্ধ করে দেয়, তখন সেটা কেনো সম্মানিত ব্যক্তির প্রাপ্য বলে মনে হয় না।
আসলে আমরা নিজেরাই নিজেদের অপমান করতে পছন্দ করি।
সম্মান করে দেখুন, আশা করতে হবে না।এমনি পকেটে চলে আসবে।
September 29, 2015
এতোটুকু পযন্ত কোনো সমস্যা নাই।
কিন্তু সম্মান দেওয়ার বিপরীতে সে যদি বারবার অপমানিত হয়ে
সম্মান করা বন্ধ করে দেয়, তখন সেটা কেনো সম্মানিত ব্যক্তির প্রাপ্য বলে মনে হয় না।
আসলে আমরা নিজেরাই নিজেদের অপমান করতে পছন্দ করি।
সম্মান করে দেখুন, আশা করতে হবে না।এমনি পকেটে চলে আসবে।
September 29, 2015
ফাঁকি
জীবন চলার পথে কতকিছু ঘটে যায় !
কত সম্পর্ক জুড়ে যায়,
আর কত সম্পর্ক উড়ে যায়,
তবুও জীবন চলে যায় তার আপন মোহনায়, সবকিছুই পড়ে রয় পিছন পানে,
শুধু কিছু স্মৃতি থেকে যায় মনে।
অম্লতা আর বিষণ্ণতার স্মৃতিগুলোই বোধ হয় মনকে করে ফেলে অন্ধকারাচ্ছন্ন অতি। তাই মাঝে মাঝে যখন বলি- চল মন করে ফেলি আপোষ আজই, তবু এই শর্তে শত চেষ্টা করেও মনকে করানো যায় না রাজী। মন তখন বলতে থাকে-
একতরফা যা কিছুই করবি,
তার সবই হবে ফাঁকি।
November 23, 2015
অরণ্যে রোদন
দুঃখ শেয়ার করার জন্য কারো
কাছে যাওয়ার প্রয়োজন নেই,
নীরবে নদীর তীরে বসে নদীর
কাছেও দুঃখ শেয়ার করা যায়,
দুঃখ শ্রোতা নদী বয়ে চলছে...
মানুষের দুঃখ স্রোতে।
ন্যায় চাওয়ার জন্য কোথাও
ধরনা দেওয়ার প্রয়োজন নেই,
উন্মুক্ত আকাশের দিকে তাকিয়েও
ন্যায় চাওয়া যায়।
আকাশের দৃষ্টিতে সকলই সমান।
তবু অরণ্যে রোদন করার দরকার নেই।
সমাজ কেবল অর্থের রোদন শুনে।
December 18, 2015
Tuesday, June 26, 2018
Sunday, April 22, 2018
নীতিবোধ বিবর্জিত মানুষ গুলো উন্মত্ত চারিদিকে, স্বার্থ তাদের করেছে ঘন অন্ধকার, বিবেক দিয়েছে ওরা মাটিচাপা, নিজের হাতটুকু যায় না দেখা, এমন আঁধারে আজ ওদের চলাফেরা, এক প্রচন্ড হিংসায় ক্ষীণ করছে আলোর শেষ সম্ভাবনা, এক অন্ধকার গহ্বরে করছে প্রবেশ প্রতিদিন প্রতিক্ষণ, অসুস্থ মস্তিষ্কের উন্মত্ততায় অসহায় সামান্য আলোর সম্ভাবনাও ওখানে উঁকি দেওয়ার সুযোগ হারায়ে লজ্জায় গুমরে কাঁদে আর কাঁদে।।
Wednesday, April 18, 2018
অনুভূতি
সময়টা বেশ যাচ্ছে ভালো,শুধু
সময়ের সাথে জড়িত অনুভূতি সব অবর্ণনীয়।
সময়ের সাথে জড়িত অনুভূতি সব অবর্ণনীয়।
মানুষগুলো সব পরচর্চায় লিপ্ত,
নিজের হাজার মন্দকে হাঁড়িচাপা দিতে জানে;
কেবল গুনিয়া সেই ক্ষনগুলো সব-
করিল কাহার কী সহকার আর উপকার,
বাদবাকি সব মনে রাখিলে কী আর
জীবন চাকা চলে!
তাই ততটুকুই মনে রাখিতে হয় - যতটুকু হইলে
চাকাখানা ঘুরে, পরচর্চার গাড়ী চলে।
নিজের হাজার মন্দকে হাঁড়িচাপা দিতে জানে;
কেবল গুনিয়া সেই ক্ষনগুলো সব-
করিল কাহার কী সহকার আর উপকার,
বাদবাকি সব মনে রাখিলে কী আর
জীবন চাকা চলে!
তাই ততটুকুই মনে রাখিতে হয় - যতটুকু হইলে
চাকাখানা ঘুরে, পরচর্চার গাড়ী চলে।
ফেলে আসা ঘড়ির কাঁটার -
লক্ষ- হাজার- কোটি ঘণ্টা, মিনিট, সেকেন্ড সময়
হাসি- খুশি, সুখ-আনন্দ, দুঃখ নানান রঙের অনুভূতি সব একে একে জমা হয়,
মনের মাঝে কেবল বাষ্প হয়- হয়েছিল যা মনের মত নয়।
ঘড়ির কাঁটা থেমে না রয়, অনুভূতিটা থেমে রয়,
সব কী আর মনে রয়!
বিষাদটাতেই কেবল বাতাস বয়। (তাইতো আমরা হিংসায় মত্ত হই)।
লক্ষ- হাজার- কোটি ঘণ্টা, মিনিট, সেকেন্ড সময়
হাসি- খুশি, সুখ-আনন্দ, দুঃখ নানান রঙের অনুভূতি সব একে একে জমা হয়,
মনের মাঝে কেবল বাষ্প হয়- হয়েছিল যা মনের মত নয়।
ঘড়ির কাঁটা থেমে না রয়, অনুভূতিটা থেমে রয়,
সব কী আর মনে রয়!
বিষাদটাতেই কেবল বাতাস বয়। (তাইতো আমরা হিংসায় মত্ত হই)।
রাখলে মনে রয় হয়তোবা, তবে সে রাখার জন্যও যে, এক বিশেষ জিনিস থাকা চাই - ঘড়ির মতই।
যেটা টিকটিক করে অবিরত চলছে ব্যাটারি ছাড়াই।
সেখানে কী কান পাতি কখনো আমরা, শুনি কী ওখানে কে হাসছে, কে কাঁদছে!
যেটা টিকটিক করে অবিরত চলছে ব্যাটারি ছাড়াই।
সেখানে কী কান পাতি কখনো আমরা, শুনি কী ওখানে কে হাসছে, কে কাঁদছে!
Subscribe to:
Posts (Atom)
Author Choice
আমি একটা অন্ধকারের ছবি আকঁবো
আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...