Wednesday, July 11, 2018

ফাঁকি







জীবন চলার পথে কতকিছু ঘটে যায় !
কত সম্পর্ক জুড়ে যায়,
আর কত সম্পর্ক উড়ে যায়,
তবুও জীবন চলে যায় তার আপন মোহনায়, সবকিছুই পড়ে রয় পিছন পানে,
শুধু কিছু স্মৃতি থেকে যায় মনে।
অম্লতা আর বিষণ্ণতার স্মৃতিগুলোই বোধ হয় মনকে করে ফেলে অন্ধকারাচ্ছন্ন অতি। তাই মাঝে মাঝে যখন বলি- চল মন করে ফেলি আপোষ আজই, তবু এই শর্তে শত চেষ্টা করেও মনকে করানো যায় না রাজী। মন তখন বলতে থাকে-
একতরফা যা কিছুই করবি,
তার সবই হবে ফাঁকি।



November 23, 2015

অরণ্যে রোদন



দুঃখ শেয়ার করার জন্য কারো
কাছে যাওয়ার প্রয়োজন নেই,
নীরবে নদীর তীরে বসে নদীর
কাছেও দুঃখ শেয়ার করা যায়,
দুঃখ শ্রোতা নদী বয়ে চলছে...
মানুষের দুঃখ স্রোতে।

ন্যায় চাওয়ার জন্য কোথাও
ধরনা দেওয়ার প্রয়োজন নেই,
উন্মুক্ত আকাশের দিকে তাকিয়েও
ন্যায় চাওয়া যায়।
আকাশের দৃষ্টিতে সকলই সমান।
তবু অরণ্যে রোদন করার দরকার নেই।
সমাজ কেবল অর্থের রোদন শুনে।

December 18, 2015





আমার একটা একান্ত নিজস্ব মাপকাঠি আছে, যার মাধ্যমে আমি আমার দৈনন্দিন কার্য্যাবলী সম্পাদন করি,,।
তাই আমার কাজ- কর্মকে আপনার মাপকাঠিতে মেপে কী লাভ?
আমি যা দেখি, তুমি কি তা দেখো,,,,?
আমি যা ভাবি, তুমি কি তা ভাবতে পারো,?

September 17, 2016




কঠিন অবস্থা বা দুঃসময় বলতে কিছু নাই!!! পার্থক্য শুধু মুখে হাসি ধরে রাখতে পারা আর না পারা। এই ধরে রাখা না রাখার উপর অবস্থার অবস্থান।
হাসতে চাওয়া আর হাসাতে চাওয়া।
হাসাতে না চাওয়া মানেই হাসতে না চাওয়া। আর হাসতে না পারাই কঠিন অবস্থা।

August 1, 2016



কারো বেলা হলো শেষ, কিন্তু খেলা হলো না শেষ।
আবার, কারো খেলা শেষ, কিন্তু বেলা হয় না শেষ।
আমায় ভাবাচ্ছে তা বেশ,আমার হবে কোন অবশেষ?

March 9, 2016 

Tuesday, June 26, 2018

প্রজেক্টর নয় আয়নাটা ব্যবহার করি





শুনেছো ভাই,
অমুখ মশাই সেদিন আয়োজন করলেন,
আমদের বললেন না,,,,!
              সেটা ঠিক হলো না বটে,
              তুমি তো আর ছিলে না পর।
আচ্ছা,
তমুখ মশাই যে,
সেদিন যমরাজের সাক্ষাৎ দিয়ে এসেছিলেন,,,
তার কী খবর রেখেছো......?


--প্রজেক্টর নয় আয়নাটা ব্যবহার করি--

Sunday, April 22, 2018



নীতিবোধ বিবর্জিত মানুষ গুলো উন্মত্ত চারিদিকে, স্বার্থ তাদের করেছে ঘন অন্ধকার, বিবেক দিয়েছে ওরা মাটিচাপা, নিজের হাতটুকু যায় না দেখা, এমন আঁধারে আজ ওদের চলাফেরা, এক প্রচন্ড হিংসায় ক্ষীণ করছে আলোর শেষ সম্ভাবনা, এক অন্ধকার গহ্বরে করছে প্রবেশ প্রতিদিন প্রতিক্ষণ, অসুস্থ মস্তিষ্কের উন্মত্ততায় অসহায় সামান্য আলোর সম্ভাবনাও ওখানে উঁকি দেওয়ার সুযোগ হারায়ে লজ্জায় গুমরে কাঁদে আর কাঁদে।।

Wednesday, April 18, 2018

অনুভূতি


সময়টা বেশ যাচ্ছে ভালো,শুধু
সময়ের সাথে জড়িত অনুভূতি সব অবর্ণনীয়।
মানুষগুলো সব পরচর্চায় লিপ্ত,
নিজের হাজার মন্দকে হাঁড়িচাপা দিতে জানে;
কেবল গুনিয়া সেই ক্ষনগুলো সব-
করিল কাহার কী সহকার আর উপকার,
বাদবাকি সব মনে রাখিলে কী আর
জীবন চাকা চলে!
তাই ততটুকুই মনে রাখিতে হয় - যতটুকু হইলে
চাকাখানা ঘুরে, পরচর্চার গাড়ী চলে।
ফেলে আসা ঘড়ির কাঁটার -
লক্ষ- হাজার- কোটি ঘণ্টা, মিনিট, সেকেন্ড সময়
হাসি- খুশি, সুখ-আনন্দ, দুঃখ নানান রঙের অনুভূতি সব একে একে জমা হয়,
মনের মাঝে কেবল বাষ্প হয়- হয়েছিল যা মনের মত নয়।
ঘড়ির কাঁটা থেমে না রয়, অনুভূতিটা থেমে রয়,
সব কী আর মনে রয়!
বিষাদটাতেই কেবল বাতাস বয়। (তাইতো আমরা হিংসায় মত্ত হই)।
রাখলে মনে রয় হয়তোবা, তবে সে রাখার জন্যও যে, এক বিশেষ জিনিস থাকা চাই - ঘড়ির মতই।
যেটা টিকটিক করে অবিরত চলছে ব্যাটারি ছাড়াই।
সেখানে কী কান পাতি কখনো আমরা, শুনি কী ওখানে কে হাসছে, কে কাঁদছে!

Wednesday, March 14, 2018

একটা কথা বলার ছিল বন্ধু




 
একটা কথা বলার ছিল বন্ধু
  প্রসেনজিৎ দত্ত



একটা কথা বলার ছিল বন্ধু,
যা বলা হয় নি কোনোদিন-
মনের মধ্যেই ঘোরপাক খায় প্রতিদিন।
লাঠিমের মতন -

ঘূর্ণয়মান জিনিস যদি ঘোরপাক না খায়,
তবে সেটা আর ভারসাম্য রাখতে পারে না।
ঘূর্ণন বন্ধ হলেই তা ভারসাম্য হারায়।

তেমনি বন্ধু,
ঘূর্ণয়মান কোন এক বস্তুর মতন-
ঘুরতে ঘুরতে মনের মাঝে বাড়ায় কেবল তার পরিধি;
বুকের মাঝে তৈরী করে এক প্রচন্ড ঘূর্ণিঝড়
ধুমড়ে মুচড়ে বিধ্বস্ত করে প্রতিদিন হৃদ পাঁজর।

বন্ধু,
আজ দরিদ্র মোর হৃদয়; চূর্ণ-বিচূর্ণ, তৃষ্ণার্ত।
লাঠিম নিজের প্রকাশ করে না বন্ধু,
ঘুরে ঘুরে তার ভারসাম্য রাখে,

সে কথাটি বুঝি তাই মনের মাঝেই ঘোরপাক খায়।
কোনো ধ্বনিতে উচ্চারিত হয় না, শব্দের আকার নেয় না।
ভারসাম্য হারায় যদি!
ভারসাম্য বজায় রাখাটাই বড়কথা ;
ভাব প্রকাশ নয়। বন্ধু

তাই প্রতিদিন বলে যাই,একটা কথা বলার ছিল বন্ধু!
h 7 at 2:08am

Thursday, February 15, 2018




Nothing is Difficult, 

Everything is as ease as you think, 

Once anyone decide that it must have to done by himself 

and make Mindset it is an easy task ...

Then the task will going to the easy Directions. 

Task never has any definition ,

We Define the Task is it Easy or it is easy..

(there has no negativity) .....




    ----Inspired By Sandeep Maheshwari.


Author Choice

আমি একটা অন্ধকারের ছবি আকঁবো

  আমি একটা অন্ধকারের ছবি আকঁবো নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি। আলো - ছায়ার কোন ছবি নয় আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে, আমি একটা অন্ধকারের...